শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মেরুদণ্ডহীন ইসিতে নির্বাচন সুষ্ঠু হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মেরুদণ্ডহীন ইসিতে নির্বাচন সুষ্ঠু হবে না : ফখরুল

আসন্ন জেলা পরিষদ নির্বাচন পদ্ধতিকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। তাদের দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, হবেও না। উপজেলা পরিষদ নির্বাচনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারি দল নির্বাচনের ফল পক্ষে নিয়েছে। বিরোধী দলের প্রার্থীরা জয়ী হওয়ার পরও তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তিন মাসে ১৫১ জন মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। মানুষকে তুলে নিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নামে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এসব ক্ষেত্রে কারও কোনো    জবাবদিহিতা নেই। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। সাত মাস পর জোটের মহাসচিব পর্যায়ের এ বৈঠক হলেও জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি জোট নেতারা। বৈঠকে জামায়াতে ইসলামীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার খন্দকার লুত্ফর রহমানসহ শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, বৈঠকে জেলা পরিষদ নির্বাচন ও বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ২০-দলীয় জোট অংশ নেবে কিনা, তা জোটের শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জেলা পরিষদের যে নির্বাচন হওয়ার কথা, সেখানে সাধারণ নাগরিকের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা থাকছে না, যা সংবিধান পরিপন্থী।

সর্বশেষ খবর