মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেহেদীকে ঘিরেই আলোচনা

ক্রীড়া প্রতিবেদক

মেহেদীকে ঘিরেই আলোচনা

অভিষেকের প্রথম দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ বিশ্বরেকর্ড গড়েছেন। সিরিজ সেরা হয়েছেন। সেই সঙ্গে আরও একটি সুখবর পেয়ে গেছেন এই বিস্ময় বালক। মাত্র দুই টেস্ট খেলেই টেস্ট বোলিং র‍্যাঙ্কিং ৩৩তম উঠে এসেছেন। এটি সত্যিই এক বিস্ময়কর ঘটনা। বিশ্ব ক্রিকেটজুড়েই আলোচনা এখন মেহেদীকে ঘিরেই। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ের খাতায় নিজের নাম লিপিবদ্ধ করেন। তখন ছিলেন ৬১তম। সেটাই অভিষিক্ত যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো বিষয়। কিন্তু ঢাকা টেস্টের পর মেহেদী আরও এগিয়েছে ২৮ ধাপ এগিয়েছেন।  ঢাকায় ১২ উইকেট নেওয়ার পুরস্কার। মেহেদী টপকে গেছেন আরেক স্পিনার তাইজুল ইসলামকেও। ঢাকা টেস্টে তাইজুল তিন উইকেট পেলেও একধাপ পিছিয়ে এখন রয়েছেন ৩৭তম অবস্থানে। বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান, ১৫তম অবস্থানে। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালের। ঢাকায় সেঞ্চুরি করায় সেরা ২০এ প্রবেশ করেছেন ড্যাসিং ওপেনার। এটিই তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং।  মজার বিষয় হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই মেহেদী হাসান মিরাজ ক্যারিশমা দেখিয়েছেন বোলিংয়ে।

 কিন্তু তার আসল শক্তি ব্যাটিংয়ে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ ব্যাটিং করেছেন তিনি। সে কারণেই মুশফিক বলেছেন, মিরাজ কিন্তু ব্যাটিংয়েও অসাধারণ। এই সিরিজে ব্যাটে কিছু করতে না পারলেও ভবিষ্যতে সে এমন কিছু করবে যা স্মরণীয় হয়ে থাকবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর