মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ

যেন সৎ ও স্বচ্ছ থাকতে পারি দোয়া চাই

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

যেন সৎ ও স্বচ্ছ থাকতে পারি দোয়া চাই

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদপুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম  আহমদ সোহেল তাজ সত্ ও স্বচ্ছ থেকে দেশের পক্ষে কাজ করে যেতে দেশবাসীর  কাছে দোয়া চাইলেন। রবিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদত্ত এক স্ট্যাটাসে এ কথা জানান। সোহেল তাজ গত কয়েক দিনের ফেসবুকে সাধারণ মানুষের মন্তব্য মনোযোগ দিয়ে পড়ে বলেন, আমার প্রতি আপনাদের অনুভূতি, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ      আমি যদি আপনাদের কাউকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। সেটা কখনই আমার উদ্দেশ্য ছিল না। সোহেল তাজ তার স্ট্যাটাসে লেখেন, আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, আপনারা অনেকেই আমার প্রতি ভালোবাসার কারণে আমাকে অনেক প্রশংসা করেছেন। সে জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। যদিও জানি না আমি এই প্রশংসা পাওয়ার যোগ্য কি-না। ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, হাসি-কান্না, সুখ-দুঃখ, ভুল-ত্রুটি, চড়াই-উতরাই নিয়েই একটি মানুষ। আর সেই মানুষকে নিয়েই সমাজ। আমিও সেই সমাজেরই একজন। তবে আমার ব্যক্তিজীবনে এবং রাজনীতির প্রাঙ্গণে আমি সবসময় চেষ্টা করেছি বাবা ও মার আদর্শ বুকে ধারণ করে নিজেকে পরিচালনা করতে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যত্ জীবনে যা করি না কেন, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য বা সামাজিক কাজ, তা যেন সত্, স্বচ্ছভাবে করতে পারি।

 

সর্বশেষ খবর