বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কাবা শরিফের অবমাননা ও তাণ্ডব চক্রান্তের অংশ

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফ অবমাননা এবং এটিকে কেন্দ্র করে উদ্ভূত তাণ্ডব  চক্রান্তেরই একটি অংশ। এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও বসতবাড়িতে হামলাও ন্যক্কারজনক, নজিরবিহীন। এ দুই ঘটনারই তীব্র নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এই সরকারের আমলে বার বার ইসলাম ধর্ম, হজরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কাবা শরিফকে নিয়ে বিকৃত, অরুচিকর এবং অপমানজনক মন্তব্য অব্যাহত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি মহাসচিব বলেন, এটি মহল বিশেষের গভীর ষড়যন্ত্র। ইতিমধ্যে রসরাজ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ আইনে মামলা হয়েছে। ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার বিষয়টি সে অস্বীকার করেছে। সুতরাং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় না এনে একটি অরাজক পরিস্থিতির সুযোগ সৃষ্টি হওয়া সন্দেহজনক। এরই ধারাবাহিকতায় গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, দত্তবাড়ি মন্দির ও জগন্নাথবাড়ি মন্দিরসহ ১৩টি বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তারা দ্রুত তত্পর হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত। ভীতি প্রদর্শন, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে বর্তমান শাসকগোষ্ঠী একটি সংস্কৃতিতে পরিণত করেছে। ফলে বাংলাদেশে আজ কোনো মানুষেরই জীবনের নিরাপত্তা নেই। তিনি বলেন, এই সরকারের আমলেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের ধর্মগুরুদের ওপর বেশি হামলা হয়েছে। এতে সম্পদ ও জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির, গির্জা, প্যাগোডা আক্রান্ত হয়েছে।

এ দেশের নানা সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিকে বহুমাত্রিক ধারণার মধ্যে সম্পৃক্ত করে নির্বিঘ্নে জীবন-যাপন করেছে। ধর্মীয় সংস্কৃতির আদান-প্রদানের মধ্য দিয়ে নিজেদের একটি মজবুত ও অভিন্ন ঐতিহ্য তৈরি করেছে। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে পরস্পরের প্রতি একটি সহানুভূতিসম্পন্ন জাতি হিসেবে নিজেদের গড়ে তুলেছে। মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিতান্তই পুলিশি-দমন তত্পরতা ও মামলা-হামলা নির্ভর। সে জন্য সমাজের সর্বত্র হিংসা ও বিদ্বেষের বিষবাষ্পে আচ্ছন্ন। একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। মানুষের স্বাধীনতা আজ দুষ্কৃতকারীদের দ্বারা বিপন্ন।

সর্বশেষ খবর