বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
সীমান্তে আবার উত্তেজনা

ভারত-পাকিস্তান ব্যাপক গোলাগুলি নিহত ১৪

প্রতিদিন ডেস্ক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে গতকাল ভারতের আটজন  বেসামরিক লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। একই সময়ে পাকিস্তানের পাল্টা দাবি, সোমবার ভারতীয় বাহিনীর গুলিতে তাদের ছয়জন নাগরিক নিহত হন। এ ঘটনায় ভারতের জ্যেষ্ঠ এক কূটনীতিককে ইসলামাবাদ তলব করেছে। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ভারতের শীর্ষ স্থানীয় বেসামরিক কর্মকর্তা পবন কোতওয়াল লিখিত বার্তায় জানিয়েছেন, পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী জম্মু শহরের কাছে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হন। নিয়ন্ত্রণরেখার কাছে পাহাড়ি এলাকা রাজৌরিতে নিহত হয়েছেন আরও দুই নারী। আর গত রাতে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা। ওই গোলাবর্ষণের কথা উল্লেখ করে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে গতকাল সকালে শুরু হওয়া গোলাগুলিতে অন্তত ২২ জন আহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছেন, সোমবার কাশ্মীরে তাদের নিয়ন্ত্রিত অংশের নাকিয়ালে নিয়ন্ত্রণরেখার অপর পার থেকে ভারতীয় বাহিনীর ছোড়া গুলিতে নাকিয়াল ও পার্শ্ববর্তী টাট্টা পানি সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে ছয়জন নিহত ও ১০ জন আহত হন। ওই এলাকার মোহরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাঈদ বলেন, মনে হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ চলছে। গুলির আওয়াজের মধ্যেই তিনি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দয়া করে এসব বন্ধ করুন।’ গত ১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ছাউনিতে সন্ত্রাসীদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এর বদলায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানায় ‘সার্জিক্যাল হামলা’ চালানো হয়েছে বলে দাবি করে ভারত। এরপর থেকে দুই পক্ষই ধারাবাহিকভাবে পরস্পরের বিরুদ্ধে ২০০৩ সালের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার অভিযোগ আনতে থাকে। বর্তমানে কূটনৈতিক পর্যায়েও দুই পক্ষের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে এবং বিতর্কিত সীমান্তে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটে চলেছে।

সর্বশেষ খবর