বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পানামা কেলেঙ্কারি তদন্তে সুপ্রিমকোর্টের নির্দেশ

প্রতিদিন ডেস্ক

পানামা কেলেঙ্কারি তদন্তে সুপ্রিমকোর্টের নির্দেশ

পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিমকোর্ট। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এ সিদ্ধান্ত দেয় দেশটির আদালত। পাকিস্তানের সুপ্রিমকোর্ট  গতকাল দেওয়া রায়ে নওয়াজ শরিফের মুসলিম লিগ এবং ইমরানের পিটিআইকে তাদের পক্ষে তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে। এর ভিত্তিতেই পানামা কেলেঙ্কারি নিয়ে তদন্তের জন্য কমিশন গঠন করা হবে। প্রধান বিচারপতি আনোয়ার জাহির জামালির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বলেছে, কমিশন গঠনের ব্যাপারে যদি পিটিআই ও মুসলিম লিগ কোনো ধরনের ঐকমত্যে আসতে না পারে, তবে আদালত নিজেই কমিশনের কার্যপরিধি এবং অন্যান্য বিষয় নির্ধারণ করবে। এ ছাড়া প্রধান বিচারপতি উভয় পক্ষকে সহনশীল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, আদালতের সিদ্ধান্তের পর ইমরান খান তার পূর্বঘোষিত ‘ইসলামাবাদ অচল’ কর্মসূচি বাদ দিয়ে ‘ধন্যবাদ জ্ঞাপন’ সমাবেশের ঘোষণা দিয়েছেন। এর আগে ‘ইসলামাবাদ অচল’ কর্মসূচি নিয়ে সংঘর্ষের জেরে দুই ব্যক্তি নিহত হন। ইসলামাবাদে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ইমরানের ওই দুই সমর্থক নিহত হন।

সর্বশেষ খবর