বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চুরির দায়ে জেএফকে এয়ারপোর্টে বাংলাদেশি নাদিরা গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

জেএফকে এয়ারপোর্টে সহযাত্রীর পাঁচ হাজার ৬০০ ডলার চুরির দায়ে গ্রেফতার হলেন বাংলাদেশি নাদিরা ডি মল্লিক (৬১)। রবিবার বেলা সাড়ে ১১টায় দুবাইয়ের উদ্দেশে আমিরাতের ইকে-২০৪ নম্বরের ফ্লাইট রওনা দেওয়ার কয়েক মিনিট আগে নাদিরাকে তার ৪৭ নম্বরের আসন থেকে চুরি করা অর্থসহ গ্রেফতারের সংবাদ দিয়েছে এয়ারপোর্ট পুলিশ। নাদিরা দুবাই হয়ে ঢাকায় যাচ্ছিলেন।

পোর্ট অথরিটির মুখপাত্র যোসেফ পেন্টাজেলা এনআরবি নিউজকে জানান, ৬০ বছর বয়সী চীনা নাগরিক জিনজুয়ান ঝেং চার হাজার ৩০০ ডলার এবং এক হাজার ৩০০ জাপানিজ ইয়েনসহ একটি থলে সিকিউরিটি পয়েন্টে রাখেন। ট্র্যান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্ট তথা টিএসএ কর্মীরা সবকিছু পরীক্ষা করার পর ওই যাত্রীসহ নাদিরা মল্লিকও নিজ আসনে যান এবং হ্যান্ডব্যাগ এয়ারক্রাফটের বাঙ্কারে রাখেন। এরই মধ্যে ঝেং বুঝতে পারেন যে তার থলের ভিতর থেকে নগদ অর্থ সরিয়ে ফেলা হয়েছে। এ সময় তিনি এয়ারলাইনস কর্মকর্তাদের দৃষ্টিতে আনেন বিষয়টি। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তত্পর হয়। পরীক্ষা করা হয় সিসিটিভি। সার্ভিলেন্স ভিডিওতে দেখা যায়, নাদিরা থলে থেকে অত্যন্ত কৌশলে ডলারগুলো সরাচ্ছেন। এরপর এয়ারক্রাফটে নাদিরার হ্যান্ডব্যাগ তল্লাশি করে তা পাওয়া যায়। গ্রেফতারের সময় নাদিরা পুলিশকে জানান, ওই অর্থ তিনি ফেরত দিতে চেয়েছিলেন। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, নিউইয়র্কে বসবাসরত নাদিরার বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। ফ্লাইটে তিনি ঢাকায় যাচ্ছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। ক্রিমিনাল কোর্টে হাজির করার পর নাদিরা মল্লিককে জামিন দেওয়া হয়েছে। তার মামলার পরবর্তী তারিখ ১৫ নভেম্বর।

সর্বশেষ খবর