শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বনানীতে মোনেম খানের স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

বনানীতে মোনেম খানের স্থাপনা উচ্ছেদ

বনানীতে গতকাল মোনয়েম খানের পরিবারের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ সময় ভবন থেকে সরিয়ে ফেলা হয় তার ছবি —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বনানী কবরস্থান-সংলগ্ন ১০ কাঠা সরকারি জমি দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর আবদুল মোনেম খানের স্বজনদের দখলে থাকা এ জমি ৫০ বছর পর দখলমুক্ত হলো। গতকাল দুপুরে ২৭ নম্বর সড়কের ১১০ নম্বর প্লটে অবৈধভাবে গড়ে ওঠা সীমানাপ্রাচীর, একটি গাড়ির শো-রুম, একটি একতলা ভবনের অংশবিশেষ ও বনানী পুলিশ বক্স ভেঙে দেওয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও মোহাম্মদ সাজিদ আনোয়ার। ডিএনসিসি সূত্র বলছে, বনানী ২৭ নম্বর সড়কটি ওই প্লটের কারণে এয়ারপোর্ট রোডের সংযোগস্থলে এসে প্রায় ২০ ফুট চাপা হয়ে পড়ে। ফলে সড়কটিতে ভয়াবহ

যানজট সৃষ্টি হতো। অবৈধ দখলে রাখা জমিটি ছেড়ে দেওয়ার জন্য এক মাস ধরে বলা হলেও তারা কর্ণপাত করেনি। গতকাল দুপুরে ডিএনসিসি চারটি বুলডোজার দিয়ে অবৈধ জমি দখলমুক্ত করেছে। সরকারি ওই জমি কেবল রাস্তা, ফুটপাথ, গাড়ি পার্কিং এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করা যাবে। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে এসে ডিএনসিসির মেয়র আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘ডিএনসিসির অধীনে সরকারি একবিন্দু জমিও কাউকে দখল করে খেতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন সম্প্রতি আমি তেজগাঁও ট্রাকস্ট্যান্ড দখলমুক্ত করেছি। বনানীর জায়গাটি মানবতাবিরোধী সাবেক গভর্নর আবদুল মোনয়েম খানের স্বজনরা ৫০ বছর ধরে দখল করে রেখেছিল। এ ধরনের অবৈধ দখল থেকে জনগণের সম্পদ রক্ষায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’ উচ্ছেদ অভিযানের বিষয়ে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম বলেন, সাবেক ডিআইটি (বর্তমান রাজউক) আবদুল মোনয়েম খানকে ৫ বিঘা ১ কাঠা জমি বরাদ্দ দেয়। কিন্তু তিনি এবং তার স্বজনরা অবৈধভাবে আরও ১০ কাঠা জমি দখল করে রেখেছিলেন।

 

সর্বশেষ খবর