শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা শতভাগ নিরাপদ। তাদের পাশে সব সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। গতকাল বিকালে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি ছিল না। তবে পুলিশ আরও তত্পর থাকতে পারত। মন্ত্রী ঘটনা সম্পর্কে বলেন, ‘আমাদের কোনো গ্যাপ ছিল কি না দেখা হচ্ছে। তবে আমরা মনে করি, পুলিশ বাহিনী বা ওই কর্মকর্তার (ওসি) কোনো গ্যাপ ছিল না। তারা আরও তত্পর থাকতে পারত। এ জন্যই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’ মন্ত্রী জানান, ওই ঘটনা তারা ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছেন। যে কারণে এ ঘটনা ঘটেছিল, সে বিষয়েও তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও তাত্ক্ষণিকভাবে টিম পাঠিয়েছেন। দলীয়ভাবেও টিম গিয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে টিম গিয়েছে। কী ঘটনা ঘটেছে তা সবাই জানে।

 

সর্বশেষ খবর