রবিবার, ৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
রাজনীতি হালচাল

বিএনপিতে ফের গ্রেফতার আতঙ্ক

৭ নভেম্বর ঘিরে নেতাদের বাসায় বাসায় তল্লাশি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

বিএনপিতে ফের গ্রেফতার আতঙ্ক

রাজধানীতে ৮ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ ঘিরে বিএনপিতে শুরু হয়েছে গ্রেফতার আতঙ্ক। এরই মধ্যে গতকাল বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানসহ চার নেতাকে। রাজধানীতে দলের মধ্যম সারির নেতাদের বাসায় বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ দলটির। বিএনপি নেতারা বলছেন, সমাবেশের কর্মসূচি সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ গ্রেফতার  অভিযান চালাচ্ছে। গতকাল বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। গ্রেফতার অন্য নেতারা হলেন ছাত্রদলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও ছাত্রদল নেতা সারোয়ারুল আলম খান। রিজভী অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে তাইফুল ইসলাম টিপুসহ চারজনকে গ্রেফতার করেছে। তারা দুপুরে সমাবেশের দাফতরিক কাজ সেরে খাবারের জন্য কার্যালয়ের বাইরে গেলে পুলিশ তাদের তুলে নিয়ে যায়। আমরা এহেন গ্রেফতারের নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য সরকার যে অপকৌশল নিয়েছে তা কখনই সফল হবে না।’ ৮ নভেম্বর নয়াপল্টনের সমাবেশের ব্যাপারে পুলিশের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, ‘আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। সেই চিঠি রিসিভ করা হয়েছে (এ সময় সাংবাদিকদের রিসিভ কপি দেখানো হয়)। এর পরও পুলিশ গণমাধ্যমকে যে কথা বলছে, তা সত্য নয়। তারা মিথ্যাচার করছে।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে প্রত্যক্ষদর্শী কয়েকজন নেতা বলেন, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। প্রতিদিনের মতো টিপু ও নাজমুল হাসান কার্যালয়ে আসছিলেন। কিন্তু মূল ফটক দিয়ে ভিতরে ঢোকার সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর