সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুষমা স্বরাজের উৎকণ্ঠা

কলকাতা প্রতিনিধি

সুষমা স্বরাজের উৎকণ্ঠা

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর হামলা এবং তাদের ঘর ও মন্দির ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিষয়টি নিয়ে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার টুইট করে সুষমা বলেন, ‘আমি ঢাকার ভারতীয় হাই কমিশনারকে বলেছি যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং সেদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সমৃদ্ধির বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টিও তুলে ধরতে বলেছি।’

উল্লেখ্য, একটি ফেসবুক পোস্টকে ঘিরে গত মাসের শেষে কালীপূজার সময়ে উত্তেজনা ছড়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। দীপাবলির রাতেই বাংলাদেশের ১৫টি মন্দির ও বিশটিরও বেশি বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর। গত ৩০ অক্টোবরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ৫৪ জনের মতো ব্যক্তিকে আটক করেছে সেদেশের পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর