সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মন্দিরে ভাঙচুর চলছেই

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে দেশজুড়ে ক্ষোভ-ধিক্কারের মধ্যেও সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জে শনিবার রাতে কালীমন্দিরের দুটি প্রতিমার মাথা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঝালকাঠিতে গতকাল ভোরে একটি সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আমাদের সিরাজগঞ্জ ও ঝালকাঠি প্রতিনিধি জানান, শনিবার গভীর রাতে উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা গ্রামে ফুলকোচা কুন্দবাড়ি কালীমন্দিরে দুটি প্রতিমার মাথা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে গতকাল দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কালীমন্দিরের দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলে। এর মধ্যে একটির মাথা নিয়ে যায় অন্যটি মন্দিরে ফেলে যায়। সকালে স্থানীয়রা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মন্দিরের পক্ষে অধীর কুমার বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেছেন। জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার বক্তব্য জানান, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবিলম্বে এসব অপকর্ম বন্ধ করতে হবে। এদিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পোনাবালিয়া গ্রামে গতকাল ভোর ৬টার দিকে একটি সার্বজনীন কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সকালে প্রতিমাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া অবস্থায় দেখতে পান মন্দির কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র শীল। তিনি বলেন, দেবোত্তর সম্পত্তির তিন শতাংশ জমিতে মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরের জমি নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন বিরোধও চলছে। ‘শনিবার সন্ধ্যায় মন্দিরে পূর্জাচনা করা হয়েছে। রাতেও প্রতিমাটি ঠিক ছিল।’ সকালে প্রতিমাটি সম্পূর্ণ ভাঙা অবস্থায় দেখতে পাই। এ ঘটনাটি সাম্প্রদায়িক সন্ত্রাসের ধারাবাহিকতায় ঘটানো হয়েছে বলেও দাবি করেন লিটন চন্দ্র শীল। ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি। তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুন না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ক্ষোভ প্রতিবাদ মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম, বারঘরিয়া জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদসহ অন্যরা বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গতকাল সকালে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও শাখার সহসভাপতি আইরিন পারভিন লুনার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ সভাপতি দ্রৌপদি দেবী আগরওয়ালা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ-সাধারণ সম্পাদক অ্যাড মনিকা মল্লিক, লিগ্যাল এইড সম্পাদক শামিমা সুলতানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারুল প্রমুখ।

হবিগঞ্জ : সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। জোটের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট বিজন বিহারী দাশ, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, হারুন সিদ্দিকী, তোফাজ্জল সোহেল, অপু চৌধুরী, ইয়াসিন খাঁ প্রমুখ।

নেত্রকোনা : গতকাল সকালে উদীচী শিল্পীগোষ্ঠী, স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও ছাত্রসমাজের ব্যানারে নেত্রকোনা শহরের তেরিবাজার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান বক্তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় : সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্রসংসদ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। শামীম পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. রেবা মণ্ডল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝা, সহসভাপতি নাজমুস সাকিব, চলচ্চিত্র সংসদের সভাপতি আশিকুর রহমান আতিক প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর