মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিষয়ক বিধিমালা চূড়ান্ত করে ২৪ নভেম্বরের মধ্যে আদালতে গেজেট দাখিলের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আট সপ্তাহ সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৯ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে আপিল বিভাগ বলে, ‘দেশের একটি বিভাগ জিম্মি হয়ে থাকবে, এটা হতে পারে না। আপনাদের সুবিধার জন্য খসড়ায় লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছিলাম। একজন বিচারককে হাতেনাতে ধরে ফেললে তখন মিনিস্ট্রি বলে, রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবে। এভাবে কি চলবে? আর কত দিন অপেক্ষা করব? বিচার বিভাগ চলছে না।’ শুনানির একপর্যায়ে আদালত বলে, ‘সর্বশেষ আদেশে গেজেট প্রকাশ করতে বলেছি। রুলস অব বিজনেস অনুসারে প্রেসিডেন্টের ক্ষমতা মন্ত্রণালয় নিয়ে নিয়েছে। রাষ্ট্রপতির দোহাই দিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।’ ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথক্করণ) ১২ দফা নির্দেশনা দিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিল, তাতে ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা তৈরির নির্দেশনাও ছিল। এর পরিপ্রেক্ষিতে গত বছর ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা-সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিমকোর্টে পাঠায়। সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী বলে ২৮ আগস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ। পরে ওই খসড়া সংশোধন করে সুপ্রিমকোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। এ ছাড়া ৬ নভেম্বরের মধ্যে তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়কে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয়। রবিবার মামলাটি কার্যতালিকায় এলে অ্যাটর্নি জেনারেল কোনো অগ্রগতি জানাতে না পারায় বিধিমালা চূড়ান্ত করার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা লিখিতভাবে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয় আপিল বিভাগ। গতকাল অ?্যাটর্নি জেনারেল আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, বিধিমালাটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর