শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
পজেটিভ বাংলাদেশ

প্রযুক্তি বিপ্লবে রাজস্ব প্রশাসন

রুহুল আমিন রাসেল

প্রযুক্তি বিপ্লবে রাজস্ব প্রশাসন

দেশে করদাতাদের সহজ সেবা দিতে প্রযুক্তি বিপ্লবের পথে এগোচ্ছে রাজস্ব প্রশাসন। আয়কর, মূসক ও শুল্ক বিভাগের সব সেবা করদাতাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে চায় সরকার। এখন ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে পারছেন করদাতারা। তারা কত টাকা আয়কর দেবেন তাও জানাবে মুঠোফোন। মোবাইল অ্যাপসে আয়-ব্যয়ের হিসাব করবে ট্যাক্স ক্যালকুলেটর। আগামী অর্থবছরে সব ব্যাংকের সেবাসহ ভ্যাট অনলাইন প্রকল্প চালু হলে হয়রানি-ভোগান্তি কমবে ব্যবসায়ীদের। সরকারের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজস্ব প্রশাসনের সব বিভাগ ও দফতরকে নিয়ে অটোমেশন কাজ চলছে। এই বিশাল কর্মযজ্ঞ শেষে আয়কর, মূসক ও শুল্ক বিভাগের সেবা করদাতার দোরগোড়ায় পৌঁছে যাবে। অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের কোষাগারে রাজস্ব জমা দিতে চান, তিনি নির্বিঘ্নে ও খুব সহজে জমা দিতে পারবেন। এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সবার সহযোগিতায় রাজস্ব আদায় কার্যক্রম সঠিক পথেই এগিয়ে চলেছে। নতুন প্রজন্মের মেধা আর শক্তি দিয়ে দেশ ও দেশের রাজস্ব আদায় ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। সরকার শুধু উন্নয়নে কাজ করছে না। উন্নয়নের সঙ্গে জাতীয় মেধার বিকাশেও কাজ করছে। তিনি বলেন, শুধু করদাতাকে সেবা নয়, দেশব্যাপী মাঠপর্যায়ে অফিসও এ ডিজিটাল সংযোগে যুক্ত হচ্ছে। কর বিভাগকে পূর্ণাঙ্গ, স্বয়ংসম্পূর্ণ, আধুনিক, শক্তিশালী, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর বিভাগ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এনবিআরের তথ্যমতে, ২০ জুলাই পর্যন্ত দেশে ১৯ লাখ ৯৮ হাজার ৫৭ ই-টিআইএনধারী করদাতা রয়েছে। তবে এই করদাতাদের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতার সংখ্যা কত, বিভিন্ন কোম্পানি ও প্রাতিষ্ঠানিক করদাতার সংখ্যা কত, এমনকি দেশে কতজন নারী, পুরুষ ও পেশাভিত্তিক করদাতা আছেন, সে তথ্য নেই এনবিআরে। তবে এনবিআর প্রকাশিত সর্বশেষ আয়কর পরিপত্রে বলা হয়, আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে নতুন করদাতা হলে তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি সংযুক্ত করতে হবে। করদাতারা রিটার্ন দাখিলের আগে নিজেই এনবিআরের ওয়েবসাইটে ১২ ডিজিটের ই-টিআইএন সংগ্রহ করতে পারবেন (http://www.incometax.gov.bd)। অনলাইনে কর দেওয়া যাবে http://www.nbrepayment.gov.bd/ ওয়েব সাইটে। এ ছাড়া রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত আছে এনবিআরের ওয়েবসাইটে (http://www.nbr.gov.bd)।

 

সর্বশেষ খবর