শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
গণমাধ্যমে খবর

দাউদ মার্চেন্টকে ভারতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

দাউদ মার্চেন্টকে ভারতে হস্তান্তর

দাউদ মার্চেন্টকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ থেকে কয়েকদিন আগে মুক্তি পাওয়া দাউদকে ভারতের মুম্বাই হাইকোর্টে গতকাল হাজির করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সঞ্জয় সাক্সেনাকে উদ্ধৃত করে ভারতের দৈনিক হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলশান কুমার হত্যা মামলার এই দণ্ডিত আসামিকে বুধবার মেঘালয় সীমান্তে বিএসএফের কাছ থেকে বুঝে পায় পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। মুম্বাই হাইকোর্ট দাউদ মার্চেন্টকে দায়রা আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারপোলের মধ্যস্থতায় দুই দেশের সরকারের যোগাযোগের মধ?্য দিয়ে দাউদ মার্চেন্টের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় বিএসএফের হাতে আটক হন এই ফেরারি আসামি। ২০০৯ সালে ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ। এরপর জাল পাসপোর্ট তৈরি ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৪ সালের ডিসেম্বরে দাউদ জামিন পেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তির পরপরই তাকে আবার আটক করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেও নেওয়া হয়। ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দাউদ মার্চেন্টকে রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে তখন তাকে ভারতের কাছে হস্তান্তর করার বিষয়টি স্পষ্ট করেনি বাংলাদেশ সরকার।

সর্বশেষ খবর