শিরোনাম
শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উত্তর সিটিতে আরও ৫ হাজার সিসিক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

উত্তর সিটিতে আরও ৫ হাজার সিসিক্যামেরা

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও পাঁচ হাজার সিসিটিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) ক্যামেরা বসানোর  ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। মেয়র বলেন, নির্বাচনের আগে বলেছিলাম সিসিটিভি লাগাব। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় পুলিশের সঙ্গে মিলে এই এলাকায় ৬৫৬টি সিসিটিভি লাগিয়েছি। আরও ৫০০-এর মতো ক্যামেরা লাগানো হচ্ছে। আমরা আরও ৫ হাজার ক্যামেরা লাগাব। মোবাইল অপারেটর গ্রামীণফোনের করপোরেট হেড অফিস জিপি হাউসে প্রথমবারের মতো আয়োজিত ‘স্মার্ট সিটি হ্যাকাথনের’ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অক্টোবরে গুলশানের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়। আনিসুল হক বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পর  ছোটখাটো অনেক অপরাধ কমে এসেছে। যাতায়াত সমস্যা নিরসনে ঢাকায় তিন হাজার নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান আনিসুল হক।

সর্বশেষ খবর