শিরোনাম
শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইসি গঠনে প্রস্তাব দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

ইসি গঠনে প্রস্তাব দেবেন খালেদা জিয়া

নতুন নির্বাচন কমিশন গঠনে শিগগিরই দিকনির্দেশনামূলক ‘সুনির্দিষ্ট’ প্রস্তাব নিয়ে আসছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া জাতির উদ্দেশে এ প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য। গতকাল সকালে রাজধানীতে পৃথক আলোচনা সভায় নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কমিশনের সঙ্গে যুক্ত যারা তাদেরও নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচনকালীন সরকারকে নিরপেক্ষ হতে হবে। তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কীভাবে এটা সম্ভব, এ ব্যাপারে কোন প্রক্রিয়া করা যায়, এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের চেয়ারপারসন জাতির সামনে উপস্থাপন করবেন। আমাদের দল ও শরিক দলের নেতৃবৃন্দ সবাই মিলে প্রস্তাবটি দেওয়া হবে।’ স্থায়ী কমিটির অন্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে বিএনপির যে অবস্থান তা কম সময়ের মধ্যে জানতে পারবেন। বিএনপির পক্ষ থেকে জনগণের ভোট নিশ্চিত করার জন্য, ভোট প্রয়োগের মাধ্যমে যেটা নির্বাচনী ফলাফলে প্রতিফলন ঘটবে, একটি প্রতিনিধিত্বশীল সরকার, সংসদ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে অতিসত্বর দেওয়া হবে।’ রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং ‘নির্বাচন কমিশন সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ‘কয়েকজন ভালো মানুষ দিয়ে তো শুধু নির্বাচন হবে না। নির্বাচন পরিচালনার জন্য পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার এগুলো লাগবে। তারা যাদের লোক তাদের ওপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। 

সর্বশেষ খবর