রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধর্মীয় সহিংসতা রোধে প্রশাসনকে সচেতন হতে হবে : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় সহিংসতা রোধে প্রশাসনকে সচেতন হতে হবে : প্রধান বিচারপতি

ধর্মীয় সহিংসতা রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে কোনো প্রতিবন্ধকতা এলে বিচার বিভাগ সহযোগিতার হাত প্রসারিত করবে। গতকাল রাজধানীর নারিন্দা রোডের শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠের ভক্তি বিলাস তীর্থ ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সাঁওতাল অধিবাসীদের ওপর যে হামলা চালানো হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা অত্যন্ত গরিব। আমি অনুরোধ রাখব যারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন তারা একটু সচেতন হোন, তাহলে এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনো আঘাত না আসে দুই মেয়রকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, যারা সিটি করপোরেশনের জমি দখল করে রেখেছে, সেগুলোসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, তাহলে আপনাদের (দুই মেয়র) জন্য বিচার বিভাগ হাত প্রসারিত করবে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন আছে। এখানে কিছু লোক বেশ কিছু দিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। শ্রী গিরিধারী লাল মোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সর্বশেষ খবর