রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুযোগ পেলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল

নিজস্ব প্রতিবেদক

সুযোগ পেলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাতিল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। কোনো ইসলামী রাষ্ট্র নয়। এটি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র। দুর্ভাগ্যবশত এখনো আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। কৌশলগত কারণে আওয়ামী লীগ এখনো তা বহাল রেখেছে। তবে সুযোগের অপেক্ষায় রয়েছি, সুযোগ পেলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বিলুপ্ত করবে  আওয়ামী লীগ। গতকাল জাতীয় প্রেসক্লাবে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘সন্ত্রাসবাদের প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণমানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, আসাম বিধানসভার বিধায়ক ও বিজেপির মুখপাত্র শিলাদিত্য দেব, আসামের সাবেক বিধায়ক অজয় দত্ত, আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টোপাধ্যায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা প্রমুখ। ড. আবদুর রাজ্জাক বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। তাই আমরা সব সময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। সরকারের পাশাপাশি দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় করার মধ্য দিয়ে এই বন্ধুত্বকে আমরা নতুন মাত্রায় নিয়ে যেতে চাই। তিনি বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ভারতও ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে রাখে। তারপরও আমাদের এই বন্ধুত্বের মধ্যে মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দুই দেশের সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মানুষে মানুষে ঐক্য করার মধ্য দিয়ে এই সন্ত্রাসবাদ মোকাবিলা করা সম্ভব।

সর্বশেষ খবর