সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে হিন্দু বাড়িতে ফের আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে হিন্দু বাড়িতে ফের আগুন

নাসিরনগরে ছোটলাল দাসের ঘরে রবিবার ভোররাতে আগুন দেয় দুর্বৃত্তরা —বাংলাদেশ প্রতিদিন

সতর্কতা ও পাহারার ভিতরেই নাসিরনগরে ফের এক হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল ভোররাতে দুর্বৃত্তরা জগন্নাথ মন্দির সংলগ্ন ছোটলাল দাসের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাতব্যাপী ওই এলাকায় গ্রামবাসী ও পুলিশি পাহারা ছিল। ভোরে গ্রামবাসী ঘুমাতে যাওয়ার পরপরই এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে আগুন দেওয়া ঘরটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ওই ঘরে থাকা বেশ কিছু মাছধরা জাল পুড়ে গেছে। গ্রামবাসীর ধারণা, আতঙ্ক তৈরির জন্যই বার বার এসব ঘটনা ঘটান হচ্ছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগের আগুন দেওয়ার ঘটনার সঙ্গে এ ঘটনার মিল রয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

ফেসবুকে পুলিশের চিঠি : চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের বাড়িতে হামলায় পেছন থেকে কারা কলকাঠি নাড়িয়েছে- তা জানতে ফেসবুক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পুলিশ। গত ৬ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে এ চিঠি প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। চিঠিতে রসরাজ দাস এবং ওয়াসিম বিডি নামে দুটি ফেসবুক আইডির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা ধারণা করছি রসরাজ এবং ওয়াসিম বিডি নামে আইডি দুটির যোগসূত্র রয়েছে। কারণ রসরাজের ফেসবুক আইডি থেকে যে পোস্টটিকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, ঠিক একই ধরনের পোস্ট করা হয়েছে ওয়াসিম বিডি নামে আইডি থেকে। বিশেষ করে ওয়াসিম বিডি নামে একটি ফেসবুক আইডি থেকে ফটোশপ করা ছবি বার বার পোস্ট করা হয়েছে। এ আইডি থেকে গত ২৬ অক্টোবর বিকৃত পোস্টটি সর্বপ্রথম করা হয়। পুলিশ তদন্তকালে সহিংসতা ঘটনার পেছনে বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি ফেসবুক আইডির সন্ধান পেয়েছে। তদন্ত ও যাছাই-বাছাই করার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর