সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইউনূসের ‘তিন শূন্য’ তত্ত্ব পরবর্তী অলিম্পিকের বাণী

নিজস্ব প্রতিবেদক

ইউনূসের ‘তিন শূন্য’ তত্ত্ব পরবর্তী অলিম্পিকের বাণী

প্যারিসে ২০২৪ সালের অলিম্পিক অনুষ্ঠানের জন্য শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ কে কেন্দ্রীয় বাণী হিসেবে নিয়ে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকার ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অলিম্পিক আয়োজনের জন্য প্যারিসের প্রার্থিতার একটি অন্যতম স্তম্ভ হিসেবে সামাজিক ব্যবসাকে অন্তর্ভুক্ত করতে মুহাম্মদ ইউনূস, প্যারিসের মেয়র মিস অ্যান হিদালগো এবং ক্যানডিডেট সিটি ফর দ্য অলিম্পিকসের প্রেসিডেন্ট ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। গত ৮ নভেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আরও বলা হয়, প্রফেসর ইউনূসের ‘তিন শূন্য’র  লক্ষ্য হচ্ছে : শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর