মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ধরাছোঁয়ার বাইরে সেই আগুন সন্ত্রাসীরা, পুরস্কার ঘোষণা

নাসিরনগর এখনো আতঙ্কের জনপদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ধরাছোঁয়ার বাইরে সেই আগুন সন্ত্রাসীরা, পুরস্কার ঘোষণা

একের পর এক আগুন! পুড়ছে বাড়িঘর। দুর্বৃত্তদের দেয়া আগুনে সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এ নিয়ে জনমনে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চল নাসিরনগরের হিন্দু বাড়িতে তৃতীয় দফা আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সব শ্রেণির মানুষের মধ্যেই এ নিয়ে উদ্বেগ আতঙ্ক বিরাজ করছে। সব ঘটনার মামলা হয়েছে। রবিবার ভোরের ঘটনা নিয়ে মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩-এ। অথচ পুলিশ আগুন সন্ত্রাসীদের ধরছে না, ধরতে পারছে না। পরিকল্পিতভাবে হিন্দুদের ঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে বলে স্থানীয়রা মনে করছে। শত শত নিরাপত্তাকর্মী আর গ্রামবাসীর কড়া পাহারার মধ্য দিয়ে কীভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পর্দার আড়াল থেকে কেউ এসব করছে? কেন করছে? কী উদ্দেশ্য তাদের? এসব অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ ও প্রশাসন যারপরনাই বিব্রত। আলোচনায় আছে বর্ষীয়ান রাজনীতিবিদ মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের ইমেজ ক্ষুণ্ন করতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে। সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতেই আগুন দেয়ার ঘটনা ঘটছে। এদিকে তৃতীয় দফায় অগ্নিকাণ্ডের হোতারা গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগে ৩ নভেম্বর সেখানকার ৫টি হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে ঘটনায় পৃথক দুটি মামলা হয়। তাতে আসামি অন্তত ৩০০ অজ্ঞাত ব্যক্তি। থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। সে মামলায় কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে নাসিরনগরে ৩০ অক্টোবরের তাণ্ডবের সঙ্গে জড়িত ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আগুন দেয়ার সঙ্গে জড়িতদের এখনো গ্রেফতার করতে পারেনি।

সর্বশেষ রবিবার ভোরের ঘটনার পর পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। আপরাধীদের ধরতে প্রযুক্তিগত তদন্ত চালানো হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান। তাদের মোবাইল ট্রেকিং করে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এদিকে নাসিরনগরে রবিবার ভোরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে একাধিক ব্যক্তিকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর