শিরোনাম
মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাট থেকে হবে ভিসকস উৎপাদন

নিজস্ব প্রতিবেদক

পাট থেকে হবে ভিসকস উৎপাদন

দেশে উৎপাদিত পাট থেকে এবার সুতার প্রধান কাঁচামাল ‘ভিসকস’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। রবিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন ফর ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিকাল কো-অপারেশন (সিটিইএক্সআইসি) ও বিজেএমসির    মধ্যে একটি মিনিউটস অব ডিসকাশন (এমওডি) সই হয়। এ চুক্তির আওতায় সরকারি পাটকলগুলোর মানোন্নয়নে সহায়তা দেবে চীন, এমনকি এই খাতে বিনিয়োগও করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, চীনের ভাইস মিনিস্টার ও চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াং টিনকাই, চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের প্রেসিডেন্ট সান রুইজিট, ঢাকায় চীনের দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লি জুনানজু, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়জিদ সারোয়ারসহ চীনের ব্যবসায়ী প্রতিনিধিরা। মির্জা আজম বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের নিয়মিত বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হচ্ছে। সে জন্য বস্ত্র ও পাট খাতে চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ ঘটাতে চায় বাংলাদেশ।’ চীনের ভাইস মিনিস্টার ওয়াং টিনকাই বক্তৃতায় উল্লেখ করেন, চীন সারা বিশ্বের চাহিদার ১৭ ভাগ সুতা উৎপাদন করে থাকে। কিন্তু দিন দিন চীনের উৎপাদন কমছে। কেননা চীনে প্রাকৃতিক উৎস থেকে কাঁচামাল কমে আসছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর