মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উদ্যোক্তা বৃদ্ধিতে অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক

উদ্যোক্তা বৃদ্ধিতে অর্থনৈতিক সম্ভাবনা বাংলাদেশে

উদ্যোক্তা বৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আরও বড় সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে মনে করেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। ১৪-২০ নভেম্বর বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে বার্নিকাট বলেন, ব্যক্তিগত উদ্যোক্তার উন্মেষ বাংলাদেশেও ঘটছে। যার মধ্যে রিকশাচালকদের নতুন শহরে আবির্ভাব থেকে সামাজিক উদ্যোক্তাদের মাইক্রোফিন্যান্স শিল্প ও মোবাইলের মাধ্যমে লেনদেনের রূপান্তর রয়েছে। বার্নিকাট বলেন, বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন লাখ লাখ মানুষের জীবিকার উন্নয়ন ঘটাচ্ছে, তখন আরও বড় সম্ভাবনার দ্বার খোলার চাবিও সামনে রয়েছে। যেমন, স্টার্টআপ মূলধনের বৃদ্ধি, বুদ্ধিমত্তা অধিকারের সংরক্ষণ, সহায়ক ব্যবসা, পরিবেশবান্ধব ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি দমন, শিক্ষা ব্যবস্থার রূপান্তরের মাধ্যমে শ্রম বাজারে দক্ষ জনশক্তি জোগান দেওয়া এবং অধিকতর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। তরুণ ও নারীদের জন্য অর্থনৈতিক নীতি প্রবর্তন সবাইকেই সমৃদ্ধিশালী করে বলে বিবৃতিতে উল্লেখ করেন রাষ্ট্রদূত বার্নিকাট। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বৈষম্যমূলক আচরণসহ নারীরা আরও কীভাবে বাধার সম্মুখীন হচ্ছে তা চিহ্নিত ও ভেঙে ফেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টায় যোগ দিতে। বার্নিকাট এ সপ্তাহে সবার ভেতরের সম্ভাবনাময় উদ্যোক্তাকে স্বীকৃতি দেওয়ার জন্য তার সঙ্গে যোগ দিতে আহ্বান জানান। তিনি বলেন, একসঙ্গে চলুন আমরা উদ্যোক্তা চেতনার উন্মেষে নতুন দিক উদ্ভাবন করি এবং বাংলাদেশকে স্টার্টআপ জাতি হিসেবে এগিয়ে নিয়ে চলি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর