মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে বিচারবিভাগীয় তদন্ত চাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে বিচারবিভাগীয় তদন্ত চাই

নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ন্যক্কারজনক। এমন ঘটনায় আমরা ব্যথিত। আমার জীবনে এমন হামলার ঘটনা দেখিনি। তিনি বলেন, এখানকার জনগণ যাতে নিজেদের অনিরাপদ মনে না করে সে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারের। এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের পাশাপাশি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়ি সরকারিভাবে মেরামতের দাবি জানিয়ে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, এই হামলা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করেছে। ফলে যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ বুদ্ধিস্ট মৈত্রী সমিতির সভাপতি উত্তম বড়ুয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর