বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

জামিলুর রেজা চৌধুরী

‘বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক বার্ষিক প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম-আইসিপিসিসহ (অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি-ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সামনের সারিতে অবস্থান করে নিচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। আশা করি ভবিষ্যতে আমরা আরও ভালো করব।’ দুই দিনব্যাপী এসিএম-আইসিপিসি ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএপির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএপির কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী, বুয়েটের অধ্যাপক ড. এম কায়কোবাদ, ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান ড. বিলকিস জামাল ফেরদৌসী প্রমুখ। ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়টির সিটি ক্যাম্পাসে শুরু হচ্ছে। এতে ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৬৬৫টি দল অংশগ্রহণ করবে। বিজয়ী তিন বা চারটি দল আমেরিকায় অনুষ্ঠেয় ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘১৯৯৮ সাল থেকে এসিএম-আইসিপিসি বিশ্ব ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলসমূহ নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে দুই দিনব্যাপী ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ২০১৫ সালে ৭৫টি প্রতিষ্ঠানের ৯৮৫টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এবারের প্রতিযোগিতায় রেকর্ডসংখ্যক প্রতিযোগী দল অংশগ্রহণ করছে, যার মধ্যে প্রথমবারের মতো ১২৯টি মেয়েদের দল রয়েছে। প্রতিটি দলে থাকছে তিনজন প্রতিযোগী। প্রতিযোগিতার প্রত্যেক তরুণ প্রোগ্রামারের মধ্যে ক্রমাগত আগ্রহ বৃদ্ধি বিশ্বের দরবারে আমাদের অবস্থান তৈরিতে সহায়তা করবে।’ তিনি জানান, শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর শিকদার, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী, এসিএম-আইসিপিসির এশিয়া অঞ্চলের পরিচালক ও আমেরিকার টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সি জে হুয়াং প্রমুখ। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ। এদিন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে চার লাখ টাকা পুরস্কার হিসেবে বিতরণ করা হবে।

সর্বশেষ খবর