শিরোনাম
শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ জলবায়ুসংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল সোয়া ৮টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, তার উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে স্থানীয় সময় বুধবার বিকাল সোয়া ৩টায় দেশের উদ্দেশে মারাকাশের মিনারা বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকাশে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী            শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি মঙ্গলবার রাতে সম্মেলনে তার দেওয়া ভাষণে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ুজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান। প্রধানমন্ত্রী কপ-২২ সম্মেলনে যোগদানের জন্য সোমবার বিকালে মরক্কোয় যান। প্রধানমন্ত্রীর ৫৮ সদস্যের সফরসঙ্গী দলে অন্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ।

সর্বশেষ খবর