শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে একই দিনে চালু হবে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু ও দেশের প্রথম ফোর লেন এক্সপ্রেসওয়ে ২০১৮ সালের একই দিনে চালু হবে।

গতকাল দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, মহাসড়কটির উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত পৃথক লেন থাকবে। এই মহাসড়কের কোথাও ট্রাফিক ক্রসিং ও ধীরগতির যানবাহন থাকবে না। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৬ হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে এই  সড়কের মিডিয়ান ব্যবহার করে মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ সময় মন্ত্রী বলেন ২০১৮ সালে পদ্মা সেতুর কাজের সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে এই সড়কের কাজ। এর আগে যাত্রাবাড়ী উড়ালসড়কের ঢালু থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে চার লেন বিশিষ্ট দেশের প্রথম এক্সপ্রেসওয়ে প্রকল্পের বালুভরাট কাজের শুভসূচনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, প্রকল্প পরিচালক কর্নেল ইফতেখার আনিস, সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালামসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর