শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আতঙ্ক কাটছে না নাসিরনগরে, ফের আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল সমাবেশ, পরিদর্শন চলছে সমানে। তবে এখানে নতুন খেলা শুরু হয়েছে। হরহামেশাই চলছে আগুনের খেলা। অগ্নি সংযোগকারীরা রান্না ঘর, গোয়াল ঘর ও একটি ঘট পূজার ঘরকে টার্গেট করে বুধবার সন্ধ্যায় সর্বশেষ উপজেলা সদরে উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়িতে আগুন দেওয়া হয়। এ নিয়ে চতুর্থ বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটল। এসব ঘটনা রহস্যের সৃষ্টি করেছে। নাসিরনগরে এখন তিন স্তরের নিরাপত্তা। আছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার, বিডিবি ও গ্রামবাসীর সমম্বয়ে নিজস্ব প্রহরা। এত নিরাপত্তার পরও দুর্বৃত্তরা কীভাবে আগুন দিচ্ছে? কারা আগুন দিচ্ছে? সব কিছুই রহস্যাবৃত্ত। স্থানীয় সূত্রগুলো বলছে, প্রবীণ রাজনীতিবিদ মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সঙ্গে জেলা নেতাদের দূরত্বের কারণেই শান্ত জনপথ নাসিরনগর অনেকটা অস্থিতিশীল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রবীণ এ রাজনীতিকের সঙ্গে ফারাক সৃষ্টি হয়। এর জের ধরে তাকে দল থেকে বহিষ্কার করার সুপারিশ করা হয়। এরপর ঘটে রসরাজ দাস ইস্যু। এ সুযোগে আরও পাকাপোক্ত হয় তাদের দ্বন্দ্ব। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বলেন, আমাদের হয়রানি করতে, বেকায়দায় ফেলতে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ খবর