শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দিল্লিকে মমতার আলটিমেটাম

কলকাতা প্রতিনিধি

দিল্লিকে মমতার আলটিমেটাম

বাতিল করা ৫০০ ও ১০০০ রুপির নোটের ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস-প্রধান মমতা ব্যানার্জি দিল্লির মোদি সরকারকে আলটিমেটাম দিয়ে বলেছেন, ‘তিন দিন সময় দিলাম। এর মধ্যে কেন্দ্রকে নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। না হলে দেশজুড়ে আরও বড় আন্দোলন শুরু করা হবে।’ গতকাল দিল্লির আজাদপুর সবজি মান্ডিতে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি (আপ)-এর প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণে একটি জনসভায় যোগ দিয়ে মমতা এ আলটিমেটাম দেন। এ সময় মোদিকে উদ্দেশ করে মমতা বলেন, ‘এটা ইগোর লড়াই নয়। এটা রুটি-রুজির লড়াই, মানুষের লড়াই, দেশ বাঁচানোর লড়াই। আপনার যদি সাহস থাকে, তবে আমাকে জেলেও ভরতে পারেন, কিংবা গুলিও করতে পারেন। কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’ সরকারের বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, ‘তারা আমাদের দেশ বিক্রি করে দিতে চায়। তারা সংবিধান ভেঙে দিতে চায়। এ অবস্থা কিছুতেই চলতে দেওয়া যাবে না।’ তিনি উল্লেখ করেন, ‘এই প্রধানমন্ত্রী (মোদি) দেশের চেয়ে বিদেশে থাকেন বেশি। তাই দেশের বদলে তিনি বিদেশ নিয়েই বেশি ভাবেন। দেশের অর্থনীতি বিষয়ে তিনি কতটুকু জানেন? দেশে মানুষ মারা যাচ্ছে আর তারা বলছেন, কালো রুপির ওপর এটা সার্জিক্যাল স্ট্রাইক! প্রধানমন্ত্রীর উচিত সাধারণ মানুষের দুর্ভোগের কথা অনুধাবন করা।’ জনসভায় মমতার মতো অরবিন্দ কেজরিওয়ালও নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাধীন ভারতের সবচেয়ে বড় দুর্নীতি বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘তিন দিনের মধ্যে নোট বদলানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুন। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। না হলে সাধারণ মানুষ বিদ্রোহের পথে নামবে।’

সর্বশেষ খবর