শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
নাসিরনগরে হামলা

পুলিশের বাধা আর মতবিরোধে লংমার্চ বাতিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পুলিশের বাধা আর মতবিরোধে লংমার্চ বাতিল

নাসিরনগর অভিমুখে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ও ‘মাইনরিটি রাইটস মুভমেন্ট’ নামের তিন সংগঠনের লংমার্চ মিছিলটি গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে —বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এবং আক্রান্তদের মাঝে ত্রাণ সাহায্যের উদ্দেশে মাইনরিটি রাইটস মুভমেন্টের পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচি বাতিল হয়েছে। পুলিশের বাধা এবং আয়োজকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে গতকাল এই কর্মসূচি সফল হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লংমার্চের উদ্দেশে শুক্রবার সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে একটি মিছিল বের হয়। ‘সচেতন শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ও ‘মাইনরিটি রাইটস মুভমেন্ট’ নামের তিন সংগঠনের ব্যানারে লংমার্চে যাচ্ছিল তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে লংমার্চে যাওয়া নিয়ে আয়োজকদের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়। সেখান থেকে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে আয়োজকরা লংমার্চ কর্মসূচি বাতিল ঘোষণা করে। আন্দোলনের সমন্বয়ক মানিক রক্ষিত লংমার্চে পুলিশের বাধার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করেন। তিনি বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ টাকা ১০ টাকা করে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা তুলেছি। আমরা এ অর্থ ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ  আমাদের সেখানে যেতে দেয়নি। আমরা আজকে লংমার্চ স্থগিত করছি এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এদিকে বাধা দেওয়ার বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে তাদের বাধা দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে গতকাল ৩টি মাইক্রোবাস নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছে। আমরা অনুমতিও দিয়েছিলাম। কিন্তু আজকে তারা মাইক্রোবাসের সঙ্গে অতিরিক্ত একটি বাসও নিচ্ছিল। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে, এত বেশি সংখ্যক লোক সেখানে জমায়েত হলে তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আমরা বাধা দিয়েছি।’

সর্বশেষ খবর