শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যোগ্য লোক খুঁজে বের করাই চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

যোগ্য লোক খুঁজে বের করাই চ্যালেঞ্জ

মুহাম্মদ ছহুল হোসাইন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করাকে তিনি যুক্তিসঙ্গতও মনে করেন। তার মতে, খালেদা জিয়ার দেওয়া বক্তব্য সবার কথা হওয়া উচিত। তার মতে, নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করবেন, তাদের যোগ্যতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ ধরনের লোকদের খুঁজে বের করার ওপরও এখন গুরুত্ব দিতে হবে। আর সেটিই হবে মূল চ্যালেঞ্জ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ছহুল হোসাইন এসব কথা বলেন। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন এমনভাবে গঠন করতে হবে যে, যারাই এর দায়িত্ব পালন করুক না কেন তাদের হতে হবে অত্যন্ত দক্ষ। দায়িত্বপ্রাপ্তরা যেমন নিরপেক্ষ হবেন একইভাবে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতাও থাকতে হবে। এখন আমাদের এ ধরনের লোক খুঁজে বের করার পদ্ধতি নিয়ে ভাবতে হবে। আর আমরা এ ধরনের লোকদের কিভাবে খুঁজে বের করব, সেটিই হবে এখন সবচেয়ে বড় কথা। ছহুল হোসাইন ২০১৯ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার দেওয়া এই বক্তব্যকে ইতিবাচক বলে মনে করছেন। কারণ এই বক্তব্যের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি যে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারই ইঙ্গিত দিচ্ছে। তবে ছহুল হোসাইন নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার মতোই বাছাই কমিটির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, যোগ্য লোককে খুঁজে বের করতে একটি সার্চ কমিটি গঠন করা যেতেই পারে।

সর্বশেষ খবর