রবিবার, ২০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোট নিয়ে বাকবিতণ্ডায় মমতা

প্রতিদিন ডেস্ক

নোট নিয়ে বাকবিতণ্ডায় মমতা

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ইস্যু নিয়ে গতকাল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল দুপুরে তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে এ বিতণ্ডায় লিপ্ত হন। সূত্র : অনলাইন এদিন দুপুরে হঠাৎই রিজার্ভ ব্যাংকের কলকাতা শাখায় হাজির হন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়ন। রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের কাছে মমতা জানতে চান তাদের হাতে ৫০০, ১০০, ৫০ এমনকি ২০ ও ১০ টাকার কত নোট রয়েছে?

তখন রাজ্যের দায়িত্বে থাকা রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা কিছুটা সময় চেয়ে নেন তৃণমূল নেত্রীর কাছে। কিছুক্ষণ পর তিনি সমস্ত খতিয়ান নিয়ে মমতার সামনে হাজির হন। সেখানে দেখা যায়, ২০০০ সহ ১০০ এবং ৫০-এর নোটের জোগান থাকলেও ৫০০ টাকার নোটের কোনো জোগানই নেই। তখন আরও রেগে যান তৃণমূল নেত্রী। সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তিনি। বলেন, মধ্যপ্রদেশ, দিল্লিসহ ৫০০-র নোটের জোগান রয়েছে, অথচ পশ্চিমবঙ্গেই সেই জোগান পর্যাপ্ত নেই। সরকারের এ দুই চরিত্র কেন? মমতা প্রশ্ন করেন, যেখানে রাজ্যে প্রত্যন্ত গ্রামগুলোতে ব্যাংকসেবা যথাযথ নেই সেখানে লোকেরা কি নরেন্দ্র মোদির প্লাস্টিক খাবে?

সর্বশেষ খবর