সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রপতি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আশা প্রকাশ করে জানিয়েছেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সবার সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন। তিনি বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবের প্রেক্ষিতে এ কথা বলেন। গতকাল জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কাজী রকিব বলেন, ‘নতুন নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব সংবিধান মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছে। রাষ্ট্রপতি কীভাবে এটা করবেন— সেটা তিনি নির্ধারণ করবেন। আই এম সিওর, তিনি সঠিকভাবে সবার সঙ্গে আলোচনা করে ইসি গঠন করবেন।’ এর আগে কাজী রকিব বলেছিলেন, ‘(সিইসি ও ইসির নিয়োগ) এটা একটা চলমান প্রক্রিয়া, সে মোতাবেকই সব হবে। গতবার একটা সার্চ কমিটির মাধ্যমে এটা হয়েছে। এবার কি হয় দেখা যাক। এখনো অনেক সময় রয়েছে।’ তিনি জানান, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সংবিধানে বলা আছে। আইন হলে আইন হবে। যতদিন আইন না হয় ততদিন সংবিধান অনুসারে হচ্ছে। প্রসঙ্গত, ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবেন, তার অধীনেই একাদশ সংসদ নির্বাচন হবে।

সর্বশেষ খবর