মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধ সম্মাননা পাচ্ছেন ১৬৬৮ নিহত ভারতীয় সেনা

কূটনৈতিক প্রতিবেদক

মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর পর এবার ১৯৭১ সালে যুদ্ধকালীন নিহত ভারতীয় সেনাদের বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে ১৬৬৮ জন নিহত ভারতীয় সেনা পাচ্ছেন মুক্তিযুদ্ধ সম্মাননা। তাদের প্রত্যেকের স্বজনদের হাতে সোনার ক্রেস্ট ও পাঁচ লাখ ভারতীয় রুপি সমপরিমাণ অর্থ তুলে দেয়া হবে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে নয়াদিল্লি সফরের সময়। সাতজন নিহত সেনার পরিবারের হাতে ক্রেস্ট ও অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী নিজেই। পরে সুবিধাজনক প্রক্রিয়ায় বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তারা বা অন্যান্য অনুষ্ঠানে বাকিদের সম্মাননা জানানো হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধে মৈত্রী বাহিনীর সদস্য হিসেবে নিহত হওয়া এই সেনাদের স্মৃতিরক্ষার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি স্মৃতিফলক স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধের প্রায় চার দশক পর প্রতিবেশী দেশটির সামরিক বাহিনীর নিহত সদস্যদের সম্মাননা জানানোর এ উদ্যোগ নেয়া হলো। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের ৪ ডিসেম্বও থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যৌথ বাহিনীর লড়াইয়ে বাংলাদেশের যোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সৈন্যরাও নিহত হয়েছে। আমাদের স্বাধীনতায় তাদের অনেক অবদান রয়েছে। তাদের প্রতি আমরা যে কৃতজ্ঞ এটারই প্রতীক এই মুক্তিযোদ্ধা সম্মাননা। আসলে বাংলাদেশের পক্ষ থেকে আরও আগেই এ পদক্ষেপ নেয়া উচিত ছিল, কিন্তু নানাবিধ কারণে এত দেরিতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয়দের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। তাদের কাছ থেকেই মুক্তিযুদ্ধে শহীদ ১৬৬৮ জন ভারতীয় সেনার নাম পাওয়া গেছে। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারত সফর করবেন,  সেখানে তিনি নিহত ভারতীয় সাতজনের পরিবারের হাতে মুক্তিযুদ্ধের সম্মাননা তুলে দেবেন।

সর্বশেষ খবর