মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছে বিএনপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব রাষ্ট্রপতিকে দেবে বিএনপি। ইসি গঠন প্রক্রিয়া সংক্রান্ত এই প্রস্তাব জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎও চেয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ ছাড়াও খালেদা জিয়ার এই প্রস্তাব সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলেও জানান মির্জা ফখরুল। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির। এ জন্য খালেদা জিয়ার প্রস্তাবটি অবশ্যই আমরা তার কাছে দেব। এ জন্য রবিবার রাতে রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের জন্য সময়ও চেয়েছি। আশা করছি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমাদের প্রস্তাব তার কাছে উপস্থাপন করার জন্য তিনি আমাদের সুযোগ দেবেন। মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে, সেটি নিরসনের একমাত্র উপায় একটি নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন। সংবিধান অনুযায়ী কেবল রাষ্ট্রপতিই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখেন। বিএনপিকে এর আগে আলোচনার সুযোগ দেওয়া হলেও তারা নেয়নি— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, এখন তো অতীতচারিতা করে লাভ নেই। এখন যে সমস্যা বিদ্যমান আছে, তা সমাধান করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আশা করি, সরকার এ সুযোগ গ্রহণ করবে। খালেদা জিয়ার প্রস্তাবনা পরিবর্তনের সুযোগ আছে কিনা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি, এটা একটা প্রস্তাব। এটা সব দলের আলোচনার ভিত্তি হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, দেশে নির্বাচনী ব্যবস্থা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। সে জন্যই খালেদা জিয়া নতুন কমিশন গঠনের বিষয়ে প্রস্তাব তুলে ধরেছেন। আমরা মনে করি, রাষ্ট্রপতি দেশের অভিভাবক। এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে তিনি খালেদা জিয়ার প্রস্তাবটিকে গ্রহণ করবেন এবং এ সম্পর্কে আলাপ-আলোচনা শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রসঙ্গত, ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত একটি প্রস্তাবনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ১৩ দফা এই প্রস্তাবনায় নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনের একটি রূপরেখা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন?্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বেশ কয়েকটি ধারা সংশোধনের কথাও উল্লেখ করেন। এতে সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে সর্বজনশ্রদ্ধেয় বিতর্কমুক্ত ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করেন।

সর্বশেষ খবর