মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দায়িত্ব বুঝে পেলেন খুলনার মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দায়িত্ব বুঝে পেলেন খুলনার মেয়র

হাইকোর্টের আদেশে এক বছর ১৯ দিন পর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) দায়িত্ব ফিরে পেয়েছেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। গতকাল বিকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। এ সময় কেসিসির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। রাজনৈতিক দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় ২০১৫ সালের ২ নভেম্বর মোহাম্মদ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই আদেশের বিরুদ্ধে মেয়র মনিরুজ্জামান হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ জুন সাময়িক বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে উচ্চ আদালত। এ আদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় আপিল করে। গত ১৩ নভেম্বর আপিল বিভাগ সেটি খারিজ করে হাইকোর্টের নির্দেশনা বহাল রাখে। এ অবস্থায় বরখাস্তের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারির পরই দায়িত্ব নেন মোহাম্মদ মনিরুজ্জামান। প্রসঙ্গত, বরখাস্তের আদেশের পর ২০১৫ সালের ২ নভেম্বর রাতেই কেসিসির প্যানেল মেয়র-১ মো. আনিছুর রহমান বিশ্বাষ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সর্বশেষ খবর