বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষমতায় টিকে থাকতেই সংলাপ প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতায় টিকে থাকতেই সংলাপ প্রত্যাখ্যান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপির রাজনৈতিক সংলাপে রাজি হয়নি আওয়ামী লীগ। প্রত্যাখ্যান করেছে বেগম খালেদা জিয়ার আলোচনার প্রস্তাব। কারণ নির্বাচনের কথা শুনলেই আওয়ামী লীগ ভয় পায়। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় গতকাল তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি জানান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানের সভাপতিত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সম্মেলন শেষে ১৩টি উপজেলা থেকে আসা দলীয় প্রতিনিধিদের সম্মেলনে নতুন জেলা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। জেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি পদে অনেকেই প্রার্থী থাকলেও সভাপতি পদে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম এবং সেক্রেটারি পদে খালেদ সাইফুল্লাহ ওরফে ভিপি সোহেলের নাম নেতা-কর্মীদের মুখে বেশি শোনা যাচ্ছে। বর্তমান জেলা কমিটির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে যাওয়ায় তিনি নিজেই আর এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে কেন্দ্রীয় নেতা শরীফুল আলমও শেষ পর্যন্ত জেলা সভাপতির দায়িত্ব নেবেন কিনা তা নিশ্চিত নয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহীন প্রিন্স, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেলা বিএনপির সেক্রেটারি মাজহারুল ইসলাম, হাবিবুর রহমান ভূঁইয়া, মাসুদ হিলালী, যুবদলের শরীফুল ইসলাম শরীফ, ইসরাঈল মিয়া প্রমুখ বক্তৃতা করেন। দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকার অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। বিএনপির নেতা-কর্মীসহ অসংখ্য মানুষকে গুম-খুন করা হচ্ছে। তিনি বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেশের মানুষকে না খেয়ে থাকতে হয়েছে। মানুষের লজ্জা নিবারণের কাপড় পর্যন্ত ছিল না। তারা যখনই ক্ষমতায় যায়, তখনই দেশের মানুষ দুর্ভোগে পড়ে।

সর্বশেষ খবর