শিরোনাম
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নির্বাচন হলে আবার শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন হলে আবার শেখ হাসিনা

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা সাত দফা প্রস্তাব দিয়েছেন দলের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনএ’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেন, আমার প্রস্তাব মেনে নিয়ে যদি জাতীয় নির্বাচনের আয়োজন করা হয়, তাহলে আমি বলতে পারি— শেখ হাসিনাই পুনরায় প্রধানমন্ত্রী হবেন। এর আগে তিনি বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবনাকে গোঁজামিলের প্রস্তাব হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই প্রস্তাবটি বিবেচনার কোনো সুযোগ বা উপায় নেই। শাসক দল (আওয়ামী লীগ) তা প্রত্যাখ্যান করে ঠিক কাজটিই করেছে বলে মনে করি।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) পক্ষ থেকে নাজমুল হুদা নির্বাচন কমিশন গঠনসহ জাতীয় নির্বাচন সংক্রান্ত সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় বিএনএর কো-চেয়ারম্যান নাজীমউদ্দিন আল আজাদ, মহাসচিব সেকেন্দার আলী মনি, জোটের নেতা মেজর (অব.) হাবিবুর রহমান ও আরিফ খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী নাজমুল হুদা বর্তমান সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারই হবে খালেদা জিয়ার ভাষায় ‘সহায়ক সরকার’। কাজেই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির মনোনীত নির্বাচন কমিশনের কর্তৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। ব্যারিস্টার হুদা তার সাত দফা প্রস্তাবে ভোটার তালিকা হালনাগাদ করাসহ ভোটারদের পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট প্রবর্তনের প্রস্তাব করেন। তিনি বলেন, তার প্রস্তাব মেনে নিয়ে নির্বাচন দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তার প্রস্তাবের অন্য দফায় নির্বাচনী ব্যয় কমানো, সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন কমিশন শক্তিশালী করা, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী ট্রাইব্যুনালের কথা উল্লেখ করেন। বিএনএ চেয়ারম্যান বেগম জিয়ার প্রস্তাবের সমালোচনা করে বলেন, আসলে কৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলোচনার টেবিলে টেনে নেওয়ার জন্যই বেগম জিয়া এ অপকৌশলের অবতারণা করেছেন। যারা বলে এখনই জাতীয় নির্বাচন দিলে আওয়ামী লীগের ভরাডুবি হবে তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং বহুক্ষেত্রে সিদ্ধান্তহীনতার কারণে বিএনপি আজ জনগণের আস্থা হারিয়েছে। তার বিপরীতে অর্থনীতিসহ সর্বক্ষেত্রে উন্নয়ন ও জঙ্গিবাদ দমন এবং রাজনীতিতে জনগণের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর