শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

সরকারকে খুশি করতে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি

শফিকুল ইসলাম সোহাগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে প্রার্থী দিতে পারেনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। যদিও পার্টির নেতা-কর্মীরা বলছেন, সরকারকে খুশি রাখতে জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, জাতীয় পার্টির নীতিনির্ধারকের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েক নেতার বৈঠক হয়েছে। আওয়ামী লীগের কথামতো এনসিসি নির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এদিকে দলের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করে দলের কোনো কোনো নেতা বলছেন, এ নির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। দলীয় প্রতীকে এবারই প্রথম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনেও এ নির্বাচনের প্রভাব থাকবে। আর প্রধান বিরোধী দল হয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে জাপার প্রার্থীই দিতে না পারা দুঃখজনক। জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।’ এর বাইরে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ বলেন, ‘পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।’ ফিরোজ রশীদ বলেন, ‘নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টির জন্য ভালো হতো।’ এ বিষয়ে কথা বলার জন্য গতকাল পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জাপার নেতা-কর্মীরা বলছেন, এ নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়া উচিত ছিল। কত ভোট পেলাম তা বড় কথা নয়। এরমধ্যে দিয়ে আমরা জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে পারতাম। তারা আরও বলেন, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরেই আগামীতে একক নির্বাচনের কথা বলে আসছেন। এভাবে চলতে থাকলে একক নির্বাচন করা সম্ভব হবে না। ক্ষুব্ধ নেতা-কর্মীরা বলেন, দলের নীতিনির্ধারকদের এমন সিদ্ধান্তের কারণেই আমরা দলগতভাবে এমনকি সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারিনি। এমনকি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও দেশে এলে বিরোধী দলের সঙ্গে বৈঠক না করে বিএনপির সঙ্গে বৈঠক করে।

সর্বশেষ খবর