শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

খালেদার আবেদন খারিজ, নাইকো মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম চালাতে আইনগত কোনো বাধা নেই। এই মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সাবেক এই প্রধানমন্ত্রীর  লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করেছে আপিল বিভাগ। শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে বিচারাধীন নাইকো মামলার কার্যক্রম চালাতে কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন। এ মামলায় ২০ ও ২১ নভেম্বর শুনানি শেষে গতকাল রায়ের দিন ধার্য ছিল। এর আগে ৯ অক্টোবর খালেদা জিয়ার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয় চেম্বার আদালত। সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দুদক নাইকো দুর্নীতি মামলা দায়ের করে।

সর্বশেষ খবর