শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া উচিত

বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের মানবেতর অবস্থা বর্ণনা করে বলেছেন, সরকারের উচিত তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া। মানবতার দিক দিয়ে বিবেচনায় নিয়ে তাদের আশ্রয় দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সময়কার কথা ভুলে গেলে চলবে না। আমরাও কিন্তু অন্য দেশে আশ্রয় নিয়েছিলাম। যেহেতু জাতিসংঘ তাদের সব খরচ দিতে চায়, তাহলে আশ্রয় দিতে সমস্যা কোথায়? মানবতার কথা চিন্তা করে ওই এলাকার সুনির্দিষ্ট একটি স্থানে তাদের আশ্রয় দেওয়া যেতে পারে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ প্রদানেরও ব্যবস্থা করতে হবে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের নেতা মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক এমপি গোলাম মাওলা রনি, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ এতে অংশ নেন। বি চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগে নিরপেক্ষ সরকার দরকার। তিনি বলেন, রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তার কাছে কোনো কিছু চেয়েও লাভ নেই। তবে জাতীয় বিশিষ্ট ব্যক্তি হিসেবে তার সঙ্গে আলোচনা করা যায়। নির্বাচন কমিশন গঠন নিয়ে সাম্প্রতিক আলোচনাসহ জাতীয় নির্বাচন সম্পর্কে বি চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে এত কথা বলছি, অথচ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে দরকার নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ জাতীয় নির্বাচন কখনই সম্ভব নয়।’

সর্বশেষ খবর