রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উষ্ণতা রোধে পদক্ষেপের সময় এখনই

নিজস্ব প্রতিবেদক

উষ্ণতা রোধে পদক্ষেপের সময় এখনই

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, উষ্ণতা বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের এখনই এগিয়ে আসার সময়। যদি এ বিষয়ে মহাশক্তিধরেরা লক্ষ্য না রাখেন তবে অপরিবর্তনীয় বিপর্যয় হতে পারে, যার প্রভাব কল্পনাতীত। দক্ষিণ এশীয় দেশগুলোর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিচার বিভাগীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কার প্রধান বিচারপতিসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিচারপতিরা অংশ নেন। সুপ্রিমকোর্ট ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ সহায়তায় এ সম্মেলনে বিভিন্ন দেশের সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, পরিবেশবাদী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশে এই প্রথম এ ধরনের সম্মেলন হলো।

সর্বশেষ খবর