সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

৫৩৬ কর্মকর্তার পদোন্নতি, বঞ্চিতরা ক্ষুব্ধ-হতাশ

নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপ-সচিবের তিন স্তরে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন, উপসচিব থেকে যুগ্ম-সচিব হয়েছেন ১৮৬ এবং      সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হয়েছেন ২০৫ জন। গতকাল সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক আদেশে প্রশাসনের তিন স্তরে এই পদোন্নতির আদেশ জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিগগিরই তাদের পদায়ন করা হবে। এদিকে স্থায়ী পদ না থাকলেও বড় ধরনের এই পদোন্নতি দেয়ার পরও এই পদোন্নতি নিয়েও প্রশাসনে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে। কারণ এতে বঞ্চিত হয়েছেন বিভিন্ন ক্যাডারের অনেক কর্মকর্তা। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য চেষ্টা করছিলেন। বঞ্চিতদের মধ্যে অনেকেই আছেন যারা চার-পাঁচ দফা বঞ্চিত হলেন। অভিযোগ উঠেছে, এবারের পদোন্নতির ক্ষেত্রে প্রাধান্য পেয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। অন্য ২৮টি ক্যাডারের কর্মকর্তারা প্রাপ্য পদোন্নতি পাননি। ২৮ ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন মাত্র নয় জন। অর্থাৎ প্রতি ক্যাডারে মাত্র তিন জন করে। অথচ প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৮ ক্যাডার থেকে শতকরা ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার কথা ছিল। এদিকে নতুন করে তিন স্তরে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার ফলে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫০ জনে, যুগ্ম-সচিব ৬১৩ জন এবং উপসচিব এক হাজার ৪৭৯ জন। এর বিপরীতে অতিরিক্ত সচিবের পদ রয়েছে ১২০টি, যুগ্ম-সচিবের পদ ৩৫০টি এবং উপসচিবের পদের সংখ্যা হচ্ছে মাত্র ৮২৭টি। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে অতিরিক্ত সচিব পদে ৮৫ জন, যুগ্ম-সচিব পদে ৭০ জন এবং উপসচিব পদে ৬২ জনকে পদোন্নতি দিয়েছিল সরকার। এর আগে গত বছরের জুন মাসে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে মোট ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল সরকার।

সর্বশেষ খবর