সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন কামাল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হলেন কামাল চৌধুরী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান মুখ্য সচিব আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ১ ডিসেম্বর আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা শেষ হচ্ছে। ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা কামাল আবদুল নাসেরকে প্রধানমন্ত্রীর  মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে। কামাল নাসের ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পরবর্তীতে তথ্যসচিব হন কামাল নাসের। সেখান থেকে তিনি শিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছিলেন। ২০১৪ সালের ১৯ মার্চ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পান। চাকরিজীবনে তিনি মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। কামাল নাসের একজন কবি হিসেবে সব মহলে পরিচিত। কামাল চৌধুরী নামে তিনি কবিতা লিখে সাহিত্যাঙ্গনে পরিচিতি লাভ করেন। তার অন্তত ১৫টি কবিতার বই রয়েছে। সরকারের এই সিনিয়র কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি করেছেন ২০০৬ সালে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমির ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্যের স্বীকৃতি পেয়েছেন। কবি হিসেবে তিনি ২০১১ সালের বাংলা একাডেমি পুরস্কার, ভারতের কোলকাতার সৌহার্দ সম্মাননা (২০০৩), এবং ২০১১ সালে আসাম বিশ্ববিদ্যালয় সম্মাননাসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। পেশাগত কাজে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নাসের কামাল প্যারিসে অবস্থিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হন। এ ছাড়া তিনি বর্তমানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর