শিরোনাম
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভেজাল প্যারাসিটামলে ২৮ শিশুর মৃত্যু

তদন্তে গাফিলতি সবাই খালাস

আদালত প্রতিবেদক

ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনায় করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের মালিকসহ পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। খালাস পাওয়া পাঁচ আসামি হলেন, রিড ফার্মার মালিক মিজানুর রহমান, তার স্ত্রী পরিচালক শিউলি রহমান, পরিচালক আবদুল গণি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। রায় ঘোষণার সময় পাঁচজনের মধ্যে তিনজন পলাতক ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন মিজানুর ও শিউলি। রায়ের আদেশে বলা হয়েছে, বাদী ও তদন্ত কর্মকর্তা ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম সঠিক নিয়ম মেনে জব্দ তালিকা ও পরীক্ষার প্রতিবেদন জমা দেননি। মামলা দায়েরের সময় যেসব পদক্ষেপ নেওয়া উচিৎ ছিল, তা না নেওয়ায় তার অযোগ?্যতা ও অদক্ষতা প্রমাণিত হয়। তাই রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারায় আসামিদের খালাস দেওয়া হলো। এ বিষয়ে ড্রাগ আদালতের সরকারি কৌঁসুলি নাদিম মিয়া সাংবাদিকদের বলেন, এ মামলার আলামত আইনসম্মতভাবে জব্দ করা হয়নি। মামলার আলামত জব্দ করা হয়েছে ঢাকার শিশু হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে জব্দ করা হয়েছে যে ওষুধ, তা রিড ফার্মার বলে প্রমাণিত হয়নি। আমরা যেটুকু বুঝেছি, মামলার আলামত হিসেবে ওষুধ যদি কারখানা থেকে জব্দ করা হতো, তাহলে হয়ত সঠিক হতো। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আপিল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার নথি সূত্রে জানা গেছে, ভেজাল প্যারাসিটামল সিরাপ তৈরির অভিযোগে ২০০৯ সালের ১০ আগস্ট ওষুধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় বলা হয়, রিড ফার্মার তৈরি করা প্যারাসিটামলে বিষাক্ত উপাদান রয়েছে। এই প্যারাসিটামল সিরাপ পান করে সারা দেশে ২৮ শিশু মারা গেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর