মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতির কারণেই শেখ হাসিনার বিমানে ত্রুটি

এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনে দুর্নীতির কারণেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে সমস্যা দেখা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। কখনো আমাকে বহনকারী বিমানের কোনো ত্রুটি ঘটেনি। এখন হচ্ছে, কারণ প্রশাসনের দুর্নীতি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান খারাপ হয় এমন ঘটনার কথা কখনো শুনিনি। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন, হত্যা, ধর্ষণ চলছে। ওরাও মানুষ, ওদেরকে আশ্রয় দিন। আমরা আজও প্রধানমন্ত্রীর মুখে এ নিয়ে কোনো কথা শুনিনি। বিশ্ববিবেকও চুপ। কিন্তু আমরা চুপ থাকতে পারি না।

রওশন এরশাদ সম্পর্কে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, বিনাদোষে তাকে তিন বছর কারাগারে রাখা হয়। সঙ্গে মাসুম শিশুটিও ছিল। সভায় আরও বক্তব্য রাখেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন মিলন, এ টি ইউ তাজ রহমান, মেজর খালেদ আখতার (অব.), কাজী মামুন, মো. নোমান এমপি, ইসহাক ভূইয়া, এ কে এম আসরাফুজ্জামান খান, মাখন সরকার, মিজানুর রহমান মিরু প্রমুখ।

তোপের মুখে রওশন : রওশন এরশাদ বক্তব্যের শুরুতেই দলের নেতাদের উদ্দেশে বলেন, অনেকে বলেন আমরা কারও ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হব না। আমাদের শক্তি নেই তাই আমরা ব্যবহার হই। তার এ বক্তব্যের সময় নেতা-কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে রওশনকে বক্তব্য রাখতে বললে রওশন দেশের বেকার সমস্যা নিয়ে বক্তব্য দিতে থাকেন। এতে কর্মীরা ক্ষিপ্ত হয়ে এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে রওশনের বক্তব্য থামিয়ে দেয়। অনেক নেতা মঞ্চের সামনে এসে রওশনের উদ্দেশে বলেন, আপনারা এরশাদের জাতীয় পার্টির নাম ব্যবহার করে এমপি হবেন, সরকারের সুবিধা ভোগ করবেন অথচ এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে নিশ্চুপ থাকবেন তা হবে না। পরে মহাসচিব মাইক নিয়ে নেতা-কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ম্যাডাম সংসদে স্যারের মামলা প্রত্যাহারের বিষয়টি তুলবেন। পরে রওশন এরশাদ বলেন, পার্টির চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীকে না হলেও একশবার বলেছি। রওশন একপর্যায়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তোমরা তোমাদের নেতার জন্য কষ্ট পাও, কিন্তু সে তো আমার স্বামী। স্বামীর বিরুদ্ধে এতগুলো মামলা। আমার স্বামীর কষ্ট আমার চেয়ে আর কে বেশি বুঝবে?

চাঁদপুর জেলা কমিটি অনুমোদন : এদিকে এইচ এম এরশাদ এক আদেশে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আলহাজ শেখ আবদুল মান্নানকে আহ্বায়ক এবং মিজানুর রহমান খানকে সদস্য সচিব করে জাতীয় পার্টি চাঁদপুর জেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত বর্ধিত করার অনুমতি প্রদান করছেন।

ঢাবি ছাত্র সমাজের বিক্ষোভ : মিয়ানমারের গণহত্যার প্রতিবাদে অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ। রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন শেষে কুশপুত্তলিকা দাহ করা হয়। ঢাবি ছাত্র সমাজের আহ্বায়ক আবদুর রহমান রোহানের সভাপতিত্বে ও সদস্য সচিব নকিবুল হাসান নিলয়ের পরিচালনায় এ অনুষ্ঠানে জাপা নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর