শিরোনাম
বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি

দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আজ প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে গঠিত তিনটি তদন্ত কমিটির একটি আজ তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেবে। এর ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য দুই কমিটিও তাদের তদন্তকাজ শুরু করেছে। ১৫ কর্মদিবসের মধ্যে এই দুই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা। পুরো ঘটনা তদারক করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

গত রাতে বিমানমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানান, ইতিমধ্যে সবগুলো তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। এর মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে কমিটি গঠন করেছে, সেই কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন আজ দুপুরের মধ্যে মন্ত্রীর কাছে জমা দেওয়ার কথা রয়েছে। তিনি জানান, প্রতিবেদন দেখার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জরুরি বোর্ড সভায় বসেছে বলে সূত্রে জানা গেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বোর্ডের সভা চলছিল। অন্যদিকে গতকাল দুপুরে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সভা শেষে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বেবিচক চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সচিব, বিমানের মেম্বার (অপারেশন) এবং বিমান মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছেন। সূত্র জানায়, ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণের বিষয়ে আলোচনা হয়। ওই আলোচনায় মন্ত্রী বিমানের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে জানতে চান, এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিমান অবতরণের আগে ঘটে যাওয়া ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা মন্ত্রণালয়কে কেন জানানো হয়নি? সূত্র জানায়, ওই সভায় মন্ত্রী বলেছেন, আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তিনি পুরো ঘটনা গণমাধ্যমকে জানাবেন। একই সঙ্গে প্রাথমিক প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের সাময়িক বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ৪ ডিসেম্বর সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে ৩০০ বিধিতে বিমানের এ ঘটনায় একটি বিবৃতি দেবেন মন্ত্রী। প্রসঙ্গত, ওয়াটার সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বিজি-১০১১ (রাঙা প্রভাত) বোয়িং ৭৭৭ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রবিবার যাত্রা করে। ফ্লাইটটি ঢাকা ছাড়ার কয়েক ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। প্রায় চার ঘণ্টা সময় নিয়ে মেরামতের পর পুনরায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বুদাপেস্টের উদ্দেশে যাত্রা করে বিমানটি। পরে বাংলাদেশ সময় রাত ১১টায় বুদাপেস্টে নিরাপদে অবতরণ করে।

সর্বশেষ খবর