বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক ইউনিয়ন নিয়ে বিপাকে ইসি

নিজস্ব প্রতিবেদক

দলভিত্তিক প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শত শত অভিযোগ আসে নির্বাচন কমিশনে (ইসি)। কিন্তু তারা সেসব অভিযোগ তেমনটা আমলে নেয়নি। অনেকেই এসব বিষয়ে আদালতেও গেছেন। এদিকে একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পেতে নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা দিতে হচ্ছে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বধীন পাঁচ সদস্যের ইসি ও এক জ্যেষ্ঠ সহকারী সচিবকে। নির্বাচনী অনিয়মের অভিযোগ আইনগতভাবে নিষ্পত্তি না করায় আদালতের সম্মুখীন হতে হচ্ছে কাজী  রকিবউদ্দীন আহমদের নেতৃত্বধীন পাঁচ সদস্যের ইসি ও এক জ্যেষ্ঠ সহকারী সচিবকে। নির্বাচনী অনিয়মের অভিযোগ আইনগতভাবে নিষ্পত্তি না করায় আদালতের সম্মুখীন হতে হচ্ছে কাজী রকিবউদ্দীন আহমদের নির্বাচন কমিশনকে। চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জাহিদুল ইসলামের রিটের পরিপ্রেক্ষিতে এমনটা হয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সিইসি ও চার নির্বাচন কমিশনার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সশরীরে উপস্থিত হয়ে ‘হলফনামা’য় স্বাক্ষর করেছেন। ইসির একজন কর্মকর্তাও এ-সংক্রান্ত এফিডেভিট জমা দিয়েছেন। রবিবার শুনানি নির্ধারিত থাকায় শনিবার ‘অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া’ সংক্রান্ত এফিডেভিটে স্বাক্ষরসহ আবেদন জমা দেওয়া হয়েছে। রবিবার শুনানি না হওয়ায় পরবর্তী নির্ধারিত তারিখে ইসির অবস্থান তুলে ধরবেন ইসির প্যানেল আইনজীবী। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার বলেন, ‘শনিবার আমরা সবাই এফিডেভিট জমা দিয়েছি। পরবর্তী শুনানির সময় আইনজীবী তা উপস্থাপন করবেন। আদালত অবমাননার এ রুলের জবাবে আদালতের সামনে সশরীরে সিইসি ও নির্বাচন কমিশনারদের উপস্থিত থাকতে হবে না। তবে হলফনামায় স্বাক্ষর করার জন্য রেজিস্ট্রারের সামনে তাদের উপস্থিত হতে হয়েছে।’ ইসির আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসীন খান জানান, বিচারক অসুস্থ থাকায় শুনানির নির্ধারিত দিন রবিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন উপস্থাপন করা হয়নি। পরবর্তী তারিখে তা উপস্থাপন করা হবে। ইসি কর্মকর্তারা জানান, ৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক আবেদনে এ ইউনিয়নের ৪ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কারচুপির কারণে ভোট বাতিল ও পুনর্নির্বাচনের আবেদন করেন প্রার্থী জাহিদুল। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম সিইসিসহ ছয়জনকে প্রতিপক্ষ করে হাইকোর্ট বিভাগে পিটিশন দায়ের করন। হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৭৯৮৫/২০১৬। এ পরিপ্রেক্ষিতে আদেশের কপি পাওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে এ অভিযোগ নিষ্পত্তি করার জন্য ১৬ জুন রুল জারিসহ আদেশ দেয় আদালত। হাইকোর্টের আদেশের কপি ইসি সচিবালয় ৩০ জুন ও আইন শাখা ১০ জুলাই হাতে পায়। ১৮ জুলাই অভিযোগের নিষ্পত্তি হিসেবে প্রার্থীকে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেয় ইসি। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে অভিযোগের নিষ্পত্তির বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জাহিদুলকে চিঠি দিয়ে জানানো হয়, স্থনীয় সরকার ইউপি আইন ও বিধি অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম সরকারি গেজেটে প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে দরখাস্ত পেশের মাধ্যমে প্রতিকার পেতে পারেন বলে ইসি সিদ্ধান্ত দিয়েছে। এ ইউপির ফল গেজেটে প্রকাশ না হওয়ার আগেই ইসির আদালতে যাওয়ার পরামর্শের বিষয়ে চ্যালেঞ্জ করেন অভিযোগকারী।

জাহিদুল ইসলাম ইসির এ চিঠিকে চ্যালেঞ্জ করে এ বিষয়ে তদন্তের নির্দেশনাসহ সিইসি, চার নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সহকারী সচিবকে ‘কনটেম্টনার রেসপনডেন্টস’ করে হাইকোর্ট বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমানকে ‘কনটেম্পট রুল’ জারিসহ আদেশ দেয় আদালত। ফলাফল গেজেটে প্রকাশের আগে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার ইসির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চায় আদালত। সেই সঙ্গে সিইসি, চার নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সহকারী সচিবকে কেন আদালত অবমাননার জন্য দায়ী করা হবে না এর কারণ দর্শাতেও বলা হয়। আদালত অবমাননার জন্য সংশ্লিষ্টদের আদালতের সামনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তা ব্যাখ্যা করার জন্যও বলা হয়। তবে সাংবিধানিক সংস্থা বিবেচনায় তাদের আইনজীবী বা প্রতিনিধির মাধ্যমেও জবাব দিতে পারবেন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ১৪ নভেম্বরের মধ্যে রুলের জবাব দিতে কমিশনকে নির্দেশ দেয় আদালত। ইসির একজন কর্মকর্তা বলেন, শনিবার হলফনামা রেজিস্ট্রার অফিসে জমা দেওয়া হয়েছে। হলফনামায় প্রার্থীর অভিযোগের নিষ্পত্তিতে আদালত অবমাননা-সংক্রান্ত  বিষয়ে অনিচ্ছাকৃত ভুল হয়েছে এবং এ জন্য নিঃশর্ত ক্ষমার আবেদন করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর