বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

তারেককে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তারেককে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

চাঁদাবাজির তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া এই তিন মামলাসহ করফাঁকির আরও দুই মামলার স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি বাংলাদেশ প্রতিদিনকে  জানান, এই আদেশের ফলে এই পাঁচ মামলার কার্যক্রম চলবে। এ ছাড়া তারেক রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তারেক রহমান স্ত্রী-সন্তানসহ যুক্তরাজ্যে অবস্থান করছেন। এদিকে অর্থ পাচারের মামলায় গত জুলাইয়ে উচ্চ আদালতে ২০ কোটি টাকা জরিমানাসহ তারেক রহমানের সাত বছরের সাজা হয়েছে। জানা গেছে, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, কাফরুল ও গুলশান থানায় চাঁদাবাজির তিনটি মামলা হয়। এরপর তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করে। এ ছাড়া ২০০৭ ও ২০০৮ সালে আয়কর বিবরণীতে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিম্ন আদালতে পৃথক দুটি মামলা করে। তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করে এই দুই মামলার কার্যক্রমও হাইকোর্ট স্থগিত করে। এসব রুল শুনানির জন্য গতকাল হাইকোর্টের কার্যতালিকায় আসে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, চাঁদাবাজির তিন মামলায় তারেক হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। পাঁচটি রিটের রুল খারিজ করে গতকাল তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে হাইকোর্ট তার জামিন বাতিল করেছে।

সর্বশেষ খবর